1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে দেশীয় ম*দ সহ গ্রে*ফতার-১ পটুয়াখালীতে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা প্রকল্পের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান “জীবনের চাকা আপনার হাতে”–আফজাল হোসেনের গ্রন্থের মোড়ক উন্মোচন ও আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হজ্জ করানোর নামে মোটা অংকের টাকা নিয়ে প্রতারনা করতেন ফরিদ সিকদার পিসি বাড়িতে থেকে লেখাপড়া করে আর স্বপ্ন পূরণ হলোনা রাহুলের; লাউকাঠী নদী কেঁ*ড়ে নি*লো তার প্রা*ণ   “বগা সেতু” বাস্তবায়ন দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন পটুয়াখালীতে পুকুরে ডু*বে একই বাড়ির দুই শিশুর মৃ*ত্যু পটুয়াখালীতে ৯৪ পিস ই*য়া*বা মামলার রায়ে আসামী চানমিয়াকে ৫ বছর সশ্রম কা*রাদ*ন্ড পটুয়াখালীতে মহাসড়কে অবস্থান করে নার্সিং শিক্ষার্থীদের বি*ক্ষো*ভ পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার

এম জাফরান হারুন, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

এম জাফরান হারুন, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপায় পঁচিশ বছর আগে সরকারি খাস জমি বন্দোবস্ত নিলেও এখন পর্যন্ত সে জমি দখলে যেতে পারেনি ভূমিহীন ৩টি পরিবার। সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেওয়া জমির দখল বুঝে পাওয়ার জন্য অফিস অফিসে ছুটে বেড়াচ্ছেন ভুক্তভোগী ভূমিহীন পরিবারগুলি।

ঘটনাটি ঘটেছে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি মৌজায়। ভুক্তভোগী ভূমিহীন হারুন মৃধা জানান, আমি সরকার বাহাদুরের কাছ থেকে ৩০৫৯ গলা/২০০০-২০০১ নং বন্দোবস্ত পেয়ে গলাচিপা সাব রেজিস্ট্রি অফিস থেকে ০১/০৭/২০০১ ইং তারিখে ৭৩৩০ নং রেজিস্ট্রি দলিল সম্পন্ন হয়। যার জেএল নং- ১৬৭ এবং খতিয়ান নং- ৬৯৫। সরকার বাহাদুর আমার নামে ১.৫০ একর জমি বন্দোবস্ত দেয়। আবেদনের প্রেক্ষিতে ২০০১ সালে জমির পরিমাপের পর সীমানা নির্ধারণ করে প্রত্যেকের নামে সাইনবোর্ড টানিয়ে দেয় জেলা প্রশাসন। এরপর স্থানীয় প্রভাবশালী শহিদুল খন্দকার, এমদাদ খন্দকার, সেরাজ খন্দকার ও রফেজ খন্দকার একত্রিত হয়ে সীমানা খুঁটি ও সাইনবোর্ড ভেঙে ফেলে। এই জমিতে আমার বাবা মন্নান মৃধাকে জীবন দিতে হয়েছে।

ভুক্তভোগী ভূমিহীন বিশাগা রানী জানান, আমি সরকার বাহাদুরের কাছ থেকে ৩০৬০ গলা/২০০০-২০০১ নং বন্দোবস্ত পেয়ে গলাচিপা সাব রেজিস্ট্রি অফিস থেকে ০১/০৭/২০০১ ইং তারিখে ৭৩২৪ নং রেজিস্ট্রি দলিল সম্পন্ন হয়। যার জেএল নং- ১৬৭ এবং খতিয়ান নং- ৭৩১। সরকার বাহাদুর আমার নামে ১.৫০ একর জমি বন্দোবস্ত দিলেও প্রভাবশালীদের কারণে আমি আমার জমিতে আজও যেতে পারি নাই। এই জমির জন্য আমার স্বামী গোপাল হাওলাদারকেও মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা জমির কাছে গেলে প্রভাবশালীরা আমাদেরকে খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

ভূমিহীন বেলা রানী জানান, আমরা খুব অসহায়। ভূমি বন্দোবস্ত পাওয়া ভূমি যেতে চাইলে তাদের আমাদের উপর হামলাসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সরকার বাহাদুরের কাছ থেকে ৩০৬০ গলা/২০০০-২০০১ নং বন্দোবস্ত পেয়েছি। যার জেএল নং- ১৬৭ এবং খতিয়ান নং- ৭৩২, জমি ১.৫০ একর। আমি সরকার বাহাদুরের খাজনাদীও পরিশোধ করেছি। আমরা এই জমির জন্য অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কোন সুরহা পাই নাই। এখন আমরা নিস্ব হয়ে গেছি। এই কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। আমরা অতি দ্রুত আমাদের জমি দখলমুক্ত করে বুঝে পেতে এবং ভূমিদস্যুদের অত্যাচারের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারগুলো।

এবিষয়ে জানতে অভিযুক্ত শহিদুল খন্দকার, এমদাদ খন্দকার ও সেরাজ খন্দকারের মুঠোফোনে একাধিকবার কল করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে অভিযুক্ত রফেজ খন্দকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই মৌজায় আমাদেরও জমি আছে। আমরা আমাদের জমিতে আছি। অন্য কোন জমিতে আমরা যাই নাই।

এবিষয়ে চরবিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল মুন্সী বলেন, এ বিষয় নিয়ে একাধিকবার ইউনিয়ন পরিষদে বসা হয়েছে। কিন্তু দু’পক্ষকে আমি মিলাতে না পারায় বিষয়টি মীমাংসা করা সম্ভব হয় নাই।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজা বলেন, ‘যাদের সরকারিভাবে বন্দোবস্ত দেয়া হয়েছে এবং স্থানীয় তহসিলদার ও সার্ভেয়ার তাদের দখল বুঝিয়ে দিয়েছে। স্থানীয়ভাবে হয়তো ঝামেলা চলছে। তবে কাগজপত্র দেখে ব্যবস্থা নেব।’

এবিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সরকারি খাস জমি শুধুমাত্র ভূমিহীন গরিবদের জন্য। সরকারিভাবে যারা বন্দোবস্ত পেয়েছেন তারাই ঐ জমির প্রকৃত মালিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট