ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১০ জানুয়ারী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডাঃ মো. শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট তারিকুজ্জামান মনি, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম। সভায় আওয়ামী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা- কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা পুনরায় সরকার গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেসহ সকল মন্ত্রী ও সংসদ সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে আগামীতে স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড ও অপরাজনীতি সম্পর্কে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে সতর্ক থাকার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।