ষ্টাফ রিপোর্টারঃ শনিবার ১১ নভেম্বর বেলা ২ টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন।
এসময় তার সঙ্গে ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী আলী হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ করার পূর্বে অ্যাড. আফজাল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ জানান এবং তাকে মনোনয়ন দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পটুয়াখালী-১ আসনে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অ্যাড. আফজাল হোসেন।
গত ১ নভেম্বর বুধবার দুপুরে জেলা রির্টানিং অফিসার পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর নিকট আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন তার মনোনয়ন পত্র দাখিল করেন। ২ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই- বাছাইতে তার মনোনয়ন বৈধ ঘোষনা করেন জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।
বৃহষ্পতিবার (০৯ নভেম্বর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ছিলো। এ নির্বাচনে আর কোন প্রার্থী না থাকায় জেলা রিটার্নিং অফিসার তাকে বে- সরকারীভাবে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের উপ-নির্বাচনে নির্বাচিত ঘোষনা করেন।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর শনিবার পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়া মারা যাওয়ায় এ আসটি শূন্য ঘোষনা করা হয়েছিল।