• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন বাস্তবায়নে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ওরেয়েন্টেশন সভা অনুষ্ঠিত গৌরনদীতে জামায়াত যুব বিভাগের আন্তর্জাতিক যুব দিবস পালন মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের নতুন এডহক কমিটি গঠিত পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ২০টি প্রাথমিক স্কুলে ক্রীড়া উপকরণ বিতরণ সাংবাদিক তুহিন হ*ত্যার প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতির সভাপতি পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত পটুয়াখালী পৌরসভায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত পটুয়াখালী জেলা প্রশাসকের সাথে  মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সৌজন্য সাক্ষাত  “জামায়াতের ৩০০ প্রার্থীর তালিকা চূড়ান্ত”-ড. শফিকুল ইসলাম মাসুদ

প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্ট এর উদ্যোগে এতিম-দুঃস্থদের পোষাক ও অর্থ বিতরণ

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ২০০ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্ট‘র উদ্যোগে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের এতিম শিক্ষার্থী ও সমাজের দুঃস্থদের মধ্যে নতুন পোষাক ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ মার্চ) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ট্রাস্ট‘র প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর এ কে এম শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা বিতরন করেন।

ট্রাস্টের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্ট‘র সভাপতি প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম।

এ পোষাক ও অর্থ বিতরণ এর সময় ট্রাষ্ট‘র সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র দাসসহ ট্রাস্ট‘র সদস্যগণ, সাংবাদিক এবং বিভিন্ন বেসরকারি এতিমখানার সুপার ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পোষাক বিতরণ পূর্ব ট্রাষ্টের সকল আজীবন সদস্য, সাধারণ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ।

উল্লেখ্য, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম শহিদুল ইসলাম ২০০৬ সালে অবসরে গিয়ে তার পেনসনের ২০ লক্ষ টাকা দিয়ে তাঁর নামে প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্ট করেন। সেই থেকে লভ্যাংশের টাকা এবং তাঁর নিকট আত্মীয়- স্বজন ও বন্ধুদের সহাতায় পটুয়াখালীর অসহায়, দুঃস্থদের সাহায্যের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি এবং গরীব ছাত্র-ছাত্রীদের ফরম পূরনে সহায়তা করে আসছেন। তাঁর অবর্তমানে এ ট্রাস্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অত্র জেলার জেলা প্রশাসক যিনি থাকবেন তিনি। জানালেন প্রফেসর একেএম শহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর