সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ "মানুষ মানুষের জন্য" এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় পটুয়াখালীর ঝাউতলায় ইয়ুথ পাওয়ার পটুয়াখালী টিমের উদ্যোগে প্রচন্ড শীতে ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবতার দেয়াল স্থাপন করা হয়। একটু উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য ইয়ুথ পাওয়ার পটুয়াখালী টিমের এই আয়োজন।
যে কোনো ব্যক্তি অপ্রয়োজনীয় গরম পোশাক এখানে রেখে যেতে পারবেন এবং যার প্রয়োজন সে এখান থেকে নিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন ইয়ুথ পাওয়ার পটুয়াখালী টিমের কে. এম. জাহিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ডা. জিয়াউর রহমান সহ আরও অনেকে এবং ইয়ুথ পাওয়ার পটুয়াখালী টিমের এই উদ্যোগের প্রশংসা করেছেন উপস্থিত সকলে।