• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

পৌরসভা নির্বাচনে পটুয়াখালীতে দুই মেয়রসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল

পটুয়াখালী প্রতিনিধিঃ / ৯৩৭ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

পটুয়াখালী প্রতিনিধিঃ আসন্ন ৯ মার্চ অনুষ্ঠিতব্য পটুয়াখালী পৌরসভা নির্বাচনে যাচাই বাছাইয়ে ওয়ান পার্সেন্ট ভোটার স্বাক্ষরে ভুল থাকায় দুই মেয়র এবং ঋন খেলাপী ও হলফ নামায় তথ্য গোপন করার কারনে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।

বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রস্তাবকারী এবং সমর্থনকারীদের উপস্থিতিতে যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এসময় ৬ জন মেয়র প্রার্থীর মধ্যে প্রদত্ত ভোটার তালিকায় অসঙ্গতি পাওয়ায় মারর্জিয়া আক্তার সুমি ও মো. এনায়েত হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ এবং নাসির উদ্দিন খানের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থীর মধ্যে ঋন খেলাপী হওয়ায় ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নিজামুল হক এবং হলফ নামায় তথ্য গোপন করায় ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আল-আমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ১৫ জনের সকলের মনোনয়ন বৈধ ঘোষনা হয়েছে।

বাতিলকৃত মেয়র প্রার্থী মার্জিয়া আক্তার সুমি বলেন, “আমার মনোনয়ন বাতিল হয়েছে, আমি নির্বাচন করবোনা। বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ আমার স্বামী, তার মনোনয়ন বৈধ হয়েছে। তিনি নির্বাচন করবেন, আমি তাকেই সমর্থন করবো।” মো. এনায়েত হোসেনের বলেন, “এন আইডির একটি সংখ্যায় গরমিল হয়েছে। এবিষয়ে আমি অবশ্যই আপিল করবো।”

উল্লেখ্য, পটুয়াখালী পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ৫০,৬৯৯ জন ভোটার রয়েছেন। আগামী ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আরও খবর পড়ুন: