মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকীতে পুকুরের পানিতে ডুবে হালিমা আক্তার (৯) ও আবুবকর (৬) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিকেল সাড়ে চার টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কালেখা গ্রামের নুরু মৃধার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত হালিমা ও আবুবকর আ: রহমান- কহিনূর দম্পতির সন্তান।
ঘটনা সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে নুরু মৃধার পুকুরের ঘাটে গোসল করতে গিয়ে আবুবকর ডুবে গেলে বোন হালিমা উঠাতে গেলে দু'জনেই পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে ওই বাড়ির মোমেলা নামে এক নারী দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, আমরা এ বিষয়ে অবগত নই।