সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৮,ব্যাটালিয়ন সদর কর্তৃক ১৫/০৯/২০২৫ইং তারিখ রাত ৮:৫০ ঘটিকায় যৌথ অভিযান পরিচালনা করে বরগুনা জেলার পাথরঘাটা থানার হত্যা চেষ্টা, দ্রুত বিচার আইন ও বিষ্ফোরক আইন মামলার এজাহার নামীয় পলাতক আসামী শ্রী সুমন শীল (৩৩) পিতা- মৃত সত্যরঞ্জন শীল সাং- ০৭নং ওয়ার্ড, পাথরঘাটা পৌরসভা, থানা পাথরঘাটা জেলা বরগুনা’কে বরিশাল জেলার উজিরপুর থানাধীন ইচলাদি নবনির্মিত টোল প্লাজার সম্মুখে ঢাকা থেকে বরিশালগামী সুরভী (এসি) যাত্রীবাহী পরিবহনের ভিতর হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, এই মামলার বাদী মোহাম্মদ সোলায়মান (৪৬)। আসামীগণ পরস্পর স্বৈরাচার সমর্থক ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। আসামীরা গণতন্ত্র বিরোধী কার্যকলাপ চালাইতো। ঘটনার দিন অর্থাৎ গত ০৪/০৯/২০২২ইং তারিখ বিকাল অনুমান ০৩:৩০ ঘটিকায় বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন ০১ নং রায়হানপুর ইউনিয়নের অন্তর্গত সি এন্ড বি বাজারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর মামলার ৭ নং সাক্ষী আসার পূর্ব থেকেই আসামীগণ দেশীয় অস্ত্রশস্ত্র, অবৈধ হাত বোমা ও বিস্ফোরক দ্রব্যাদি সহ ওৎ পাতিয়া থেকে রাস্তায় গাড়ি আড়াআড়ি দাড় করাইয়া পথ আটকাইয়া দেয়। আসামীরা বেআইনি ভাবে অবৈধ-জনতা বদ্ধে আবদ্ধ হইয়া ৭ নং সাক্ষী সহ মামলার মানিত সাক্ষীদেরকে খুন করার উদ্দেশ্যে অবরুদ্ধ করিয়া মারধর করে। এতে করে মামলার মানিত সাক্ষীগন রক্তাক্ত গুরুতর জখম প্রাপ্ত হয়। আসামীরা সাক্ষীগনের গাড়ি ভাঙচুর করে ও মোটরসাইকেলে অগ্নি সংযোগ করে ক্ষতিসাধন করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে মামলার বাদী আদালতে একটি মামলা দায়ের করেন যা বরগুনা জেলার পাথরঘাটা থানার মামলা নং-৪ তারিখ-০৪/১০/২০২৪ইং ধারা-১৪৩/৩৪১/৩২৩/ ৩২৪/৩২৬/৩০৭/৩৪২ পেনাল কোড তৎসহ ৩/৪/৫/৬ The Explosive Substances Act, 1908.
আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল জেলার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।