সুনিল সরকার, পটুয়াখালী: আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ০৯.৩০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলার আমীর এডভোকেট নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভায় জামায়েতের সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল নাহিয়ান। এছাড়াও পটুয়াখালী সদর উপজেলার জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং সদর উপজেলা সকল ইউনিয়নের পরিষদ নির্বাচনের জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণ সহ জামায়াতের ৭০০ থেকে ৮০০ জন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমরা লক্ষ্য করছি, জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাই, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আন্দোলনের ৫-দফা গণদাবী জাতির সামনে তুলে ধরা হচ্ছে। এমতাবস্থায় জনগণের দাবী আদায়ের জন্য গণআন্দোলনের কোনো বিকল্প নেই।
বিক্ষোভ সমাবেশ ও মিছিল শহীদ হৃদয় তরুয়া চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার মোড় হয়ে বনানীর মোড়, পুরান বাজার ও লঞ্চঘাট হয়ে বড় মসজিদের সামনে এসে মোনাজাতের মাধ্যমে সকাল ১১:২০ টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়।