• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

পবিপ্রবি’র রিজেন্ট বোর্ড সদস্য হলেন নোবিপ্রবি’র অধ্যাপক ড. নেওয়াজ

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ / ২৪৯ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ ও এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। সোমবার (১ এপ্রিল) পবিপ্রবি রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিপ্রবি আইন ২০০১ এর ১৮(১) (ছ) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সদাশয় হয়ে অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর’কে এ বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে আগামী ৩ বছরের জন্য মনোনীত করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ সময়ের মধ্যে অনুষ্ঠিতব্য রিজেন্ট বোর্ডের সভায় উপস্থিত থেকে অধ্যাপক নেওয়াজ তাঁর সুচিন্তিত মতামত প্রদান করবেন। পবিপ্রবির শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তার সহোযোগিতা কামনা করেছেন পবিপ্রবি প্রশাসন।

এ বিষয়ে অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, “আমাকে পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থে সর্বোপরি শিক্ষা ও গবেষণার মানকে বৃদ্ধি করাই আমার প্রয়াস থাকবে।”


আরও খবর পড়ুন: