মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: জাতীয়করণের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত আনসার সদস্যরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (২৩ আগষ্ট) বেলা ১১ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় আনসার সদস্যরা ‘জাতীয়করণ’ ‘জাতীয়করণ’ করতে হবে, করতে হবে, ইউনুস স্যারের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত সহকারী প্লাটুন কমান্ডার মোঃ মিরাজ হাওলাদার বলেন, ১৯৪৮ সাল থেকে আমরা বৈষম্যের শিকার, আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না, আজ থেকে আনসার সদস্যরা কর্মবিরতি ঘোষণা করলাম।
প্লাটুন কমান্ডার মোঃ শাহজাহান বলেন, আমরা অস্ত্রধারী ট্রেনিং প্রাপ্ত হয়ে বছরে ৮থেকে১০ মাস বসে থাকতে হয়, এই বৈষম্যের শিকার হয়ে আমাদের পরিবার পরিজনকে না খেয়ে থাকতে হয়। আমরা এই বৈষম্যের শিকার হতে চাই না। তাই আমরা প্রধান উপদেষ্টা ইউনুস স্যারের নিকট জাতীয়করণের দাবি জানাচ্ছি।