• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

“পতিত ফ্যাসিস্ট সরকার কর্তৃক ধ্বংস অর্থনীতি পুর্নগঠনে ড. ইউনুসকে সহযোগীতা করতে হবে”–আলতাফ হোসেন চৌধুরী

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ২৫৩ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদদের প্রতি স্যালুট জানিয়ে বলেছেন, ভারতের দালাল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাসহ রাষ্ট্রের সকল সেক্টর ধ্বংস করেছে। এ অবস্থায় অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসকে সার্বিকভাবে আমাদের সবাইকে সহযোগীতা করতে হবে।

তিনি শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১ টায় পটুয়াখালী পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বায়জীদ পান্না এর সভাপতিত্বে আয়োজিত গণজমাতে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলের দুর্নীতি, নির্যাতন, গুম, খুনের কঠোর সমালোচনা করে আরো বলেন, হাসিনা সরকারের পতনে বিশ্ববাসী যেমন খুশী হয়েছে, তেমনি অর্ন্তবর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ড. মো. ইউনুসকে দেশ পুর্নগঠনে সার্বিকভাবে সহযোগীতা করারও আশ্বাস দিয়েছেন। আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভারত কোন ধরনের সতর্ক বার্তা না দিয়ে বাঁধের পানি ছেড়ে দেওয়ার কারনে কয়েকটি জেলায় পানি বন্যায় অসংখ্য মানুষ মারা গেছে, ক্ষতি হয়েছে বাড়ি-ঘরসহ ফসলের। এ জন্য তিনি ভারতকে দায়ী করে বলেন, ভারত আমাদের বন্ধু নয়। তিনি দলের ভিতর ভারতের দালাল রয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

এ গণজমাতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ড্যাব ও বিএনপি নেতা ডাঃ রঞ্জু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মো. মোহসীন, জেলা যুবদলের নেতা এ্যাডভোকেট আল আমিন সুজন, সাঈদ তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালীতে আগমন উপলক্ষে দীর্ঘদিন পর খোলা মাঠে বিএনপির এ গণজমায়েতে হাজার হাজার নেতা কর্মীর সমাগম ঘটে।


আরও খবর পড়ুন: