নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পটুয়াখালী জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ কৃষক লীগের অন্যতম কেন্দ্রীয় সদস্য এবং এক সময়ের তুখোর ছাত্রনেতা মোঃ তছলিম সিকদার শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ এবং গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
গলাচিপার আমখোলা ইউনিয়নে গণসংযোগকালে সাংবাদিকদের এক সাক্ষাৎকার তিনি বলেন, “২০৪১ সালের যে ভিশন আমাদের রয়েছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বার বার দরকার। বিএনপি-জামাত চায়না শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাক। মোঃ তছলিম সিকদার বলেন, “আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার যোগ্যতা বিচার করে আমাকে মনোনয়ন দেবেন। কিন্তু তারপরও যদি না দেন, যাকেই মনোনয়ন দেবেন, নির্বাচনের সময় আমি তার জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাবো।”
জানা যায় মোঃ তছলিম সিকদার এর পিতা মোঃ জয়নুল আবেদীন সিকদার ছিলেন ১৯৪৯-১৯৬২ সনে পটুয়াখালী মহাকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ১৯৫২ সনের কারাবরণকারী ভাষা সৈনিক। তিনি ৬২, ৬৬, ৬৯ ও ১৯৭৪ এর মুক্তিযুদ্ধের সংগ্রাম পরিষদের সদস্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রাজনৈতিক সহকর্মী। মোঃ জয়নুল আবেদীন সিকদার তার মৃত্যুর পূর্ব পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে আওয়ামী লীগের সকল কর্মকান্ডে সক্রিয় ছিলেন।
মোঃ তছলিম সিকদার ১৯৭২-৭৩ সনে পটুয়াখালী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে যোগদান করে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। এরপর ১৯৭৪-৭৫ সনে পটুয়াখালী জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক এবং ১৯৭৭-৮১ সনে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সনে পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের জিএস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তছলিম সিকদার। তিনি ১৯৭৫ সনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মৃত্যুর পরে প্রতিরোধ আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে ১৯৭৭-১৯৮০ সনের মধ্যে বিভিন্ন সময়ে কারাবরণ করেন। মোঃ তছলিম সিকদার ১৯৯২-২০০৫ সনে পটুয়াখালী শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০০৭ থেকে ২০২১ সালের ৩০ মার্চ পর্যন্ত পটুয়াখালী জেলা কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের মুক্তিযুূ্দ্ধ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ কৃষক লীগের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সকল জনগণের সাথে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে যাচ্ছেন।