ষ্টাফ রিপোর্টারঃ বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র-নৈরাজ্যের প্রতিবাদে দশমিনায় বিক্ষোভ প্রতিবাদ মিছিল-সমাবেশ করেছে দশমিনা উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন।
রোববার (১৫ অক্টোবর) সকালে দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটনের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গলাচিপা দশমিনার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।
সমাবেশে ইকবাল মাহমুদ লিটন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। তা কখনও হতে দেওয়া হবে না।”
লিটন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গলাচিপা দশমিনা পটুয়াখালী-০৩ আসনে রাজনৈতিক কর্মীকে নৌকার মনোনয়ন দেওয়ার আহবান জানান। এই আসনে যেন কোন ব্যবসায়ী ও আমলা নৌকার মনোনয়ন না পায়, সে বিষয়ে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান তিনি। তিনিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পটুয়াখালী-০৩ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আমির হোসেন এর সভাপতিত্বে পথ সভায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট আব্দুল খালেক, দশমিনা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোশারেফ হোসেন মুন্না, দশমিনা-গলাচিপা উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এসময় দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টানা তিনবারের স্থানীয় চেয়ারম্যানকে লিটনকে নৌকার প্রার্থী দেখতে চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও জনসাধারণ মিছিল শুরু করে।