জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের দৃষ্টিসক্ষমতাহীন অধ্যক্ষ ডাঃ বজলুর রহমানের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছেন কলেজের প্রভাষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বৃহষ্পতিবার (২এপ্রিল) হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা বোর্ডের আহবায়ক ও জেলা প্রশাসকের কাছে দেয়া কলেজের ৫ জন প্রভাষক, ৩ জন মেডিকেল অফিসারসহ ১১ জন কর্মকর্তা- কর্মচারীর স্বাক্ষরিত অনাস্থা জ্ঞাপনপত্র সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ অধ্যক্ষ ডাঃ বজলুর রহমান দৃষ্টি শক্তি হারান। অধ্যক্ষের দৃষ্টি সক্ষমতাহীনতার কারনে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ঝুঁকির সম্মুখীন। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করার প্রেক্ষিতে ০৫/১২/২০২৩ইং তারিখ হোমিওপ্যাথিক বোর্ডের নির্বাহী সদস্য ডাঃ শেখ মোঃ ইফতেখার উদ্দিন অত্র কলেজ পরিদর্শনে এসে অধ্যক্ষের দৃষ্টি সক্ষমতাহীনতার বিষয়টি নিশ্চিত হয়ে জরুরী ভিত্তিতে কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সচল রাখার জন্য ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ নিযুক্তির একটি প্রতিবেদন হোমিওপ্যাথিক বোর্ড বরাবর দাখিল করেন। সেই প্রতিবেদনের আলোকে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের রেজিস্ট্রার ১৪/১২/২৩ইং তারিখ নথি নম্বর – বাহোবো/ প্রশা-১৩(২৬)০৩/২০২৩/১৩৯৮(৭) স্মারকে জেলা প্রশাসকের কাছে প্রেরন করেন। যার অনুলিপি অত্র কলেজের সিনিয়র মেডিকেল অফিসার ও বোর্ডের নির্বাহী সদস্য ডাঃ জান্নাতুল ফেরদৌসীকে প্রদান করা হয়। এ প্রতিবেদনের অনুলিপি প্রভাষক ও মেডিকেল অফিসারগন অধ্যক্ষের দৃষ্টিগোচরে আনা হলে তিনি ২৯/০১/২৪ তারিখ তার কার্যালয়ে প্রভাষক, মেডিকেল অফিসার ও কর্মকর্তাদের নিয়ে একটি সভা করেন। এ সভায় সর্বসম্মতিতে কলেজের প্রভাষক ডাঃ মোঃ ফিরোজ আহমেদকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। অধ্যক্ষ অজ্ঞাত কারনে এ সিদ্ধান্তকে উপেক্ষা করে তিনি বিভিন্ন সময় মেডিকেল অফিসার ও প্রভাষক এবং কর্মকর্তা- কর্মচারীদের সাথে খারাপ আচরন ও অন্ধত্বের জন্য নারী মেডিকেল অফিসার ও ছাত্রীদের সাথে অসৌজন্য মূলক আচরন করে থাকে। এ ঘটনা নিরসনে অত্র কলেজের অধ্যক্ষ ডাঃ বজলুর রহমানকে সকল প্রভাষক, মেডিকেল অফিসার ও কর্মকর্তাদের নিয়ে কলেজের বর্তমান আহবায়ক কমিটির সম্মুখে একটি সভা করার আহ্বান জানায়। সভায় দৃষ্টি সক্ষমতাহীনতা ধরা পড়ার আশংঙ্খায় আহবায়ক কমিটিকে নিয়ে সভা না করার জন্য বিভিন্ন অজুহাত ও কালক্ষেপন করছেন অধ্যক্ষ।
এ অবস্থায় জেলার হোমিওপ্যাথিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল করার জন্য দৃষ্টিসক্ষমতাহীন অধ্যক্ষ ডাঃ বজলুর রহমানকে অপসারন করার দাবীতে জেলা প্রশাসকের কাছে ১১ জন প্রভাষক, মেডিকেল অফিসার ও কর্মকর্তা- কর্মচারী অনাস্থা জ্ঞাপন পত্র পেশ করেন। অনাস্থা জ্ঞাপন করে স্বাক্ষর করেছেন প্রভাষক ডাঃ মোঃ ফিরোজ আহমেদ, ডাঃ অনিতা রানী, ডাঃ নুরুজ্জামান, ডাঃ খলিলুর রহমান ও ডাঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌসি, মেডিকেল অফিসার ডাঃ নিজাম উদ্দিন ও ডাঃ ফাতেমা আক্তার রুমা, হিসাব রক্ষক মানিক দত্ত, অফিস সহায়ক মঞ্জুয়ারা বেগম ও পিয়ন কামাল।