জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃস্টান্তমূলক শাস্তির দাবীতে পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী সরকারি কলেজ গেটের সামনে কলেজ শাখা ছাত্রদল আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে ছাত্রদলের কর্মী মেধাবী শিক্ষার্থী পারভেজ হত্যাকান্ডের সাথে জড়িত খুনী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ন আহবায়ক আল আমিন হাওলাদার, যুগ্ম আহবায়ক সানি গাজী, কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়ামিন হাওলাদার, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজান তালুকদার, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে কলেজ শাখা ছাত্রদলের দুই শতাধিক নেতা-কর্মী অংশগ্রহন করে। এ সময় বক্তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের ও ছাত্রলীগের কঠোর সমালোচনা করেন।