• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে ১৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

জালাল আহমেদ, পটুয়াখালীঃ / ২১৬ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

জালাল আহমেদ, পটুয়াখালীঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মোট ১৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

আজ সোমবার (১৩ মে) জেলা রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করা হয়। এ সময় জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতীকপ্রাপ্ত চেয়ারম্যন প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার (মোটর সাইকেল ), সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ কালাম মৃধা (কাপ-পিরিচ), জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মনির খান (আনারস) এবং সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা মোঃ রেজাউল করিম সোয়েব (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হলেন – মো. হাসান সিকদার (মাইক), চিন্ময় বণিক (টিউবওয়েল), মোঃ ফারুক হোসাইন ফারুক মাস্টার (টিয়া পাখি) , মোঃ সহিদুল ইসলাম (চশমা) , মো. দেলোয়ার হোসেন দুলাল (বই), মোঃ আনিচুর রহমান (উড়োজাহাজ) ও মোঃ সালাউদ্দিন হীরা (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সোহানা হোসেন মিকি (হাস), মোসাঃ নাসিমা আক্তার (ফুটবল), কামরুন নাহার শিমুল (প্রজাপতি ) এবং মোসাঃ ফৌজিয়া ইয়াসমিন (কলস)।

সদর উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৯ মে বুধবার। এ উপজেলায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ২,৯৫,১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ জন ও মহিলা ভোটার ১,৪৬,৪৯০ জন।

প্রতীক প্রাপ্তির সাথে সাথে প্রার্থীরা প্রতীকসহ লিফলেট বিতরনের পাশাপাশি মাইকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন এবং তার সাথে প্রার্থীদের গনসংযোগও অব্যাহত রয়েছে।


আরও খবর পড়ুন: