জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ও কমলাপুর দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচন কাল রবিবার।
এ দুটি ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য ১৮ টি কেন্দ্রে ১২ জন ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, ১৪৪ জন পুলিশ, ৩০৬ জন আনসার ও ৫ প্লাটুন র্যাব সদস্য নিয়োগ করা হয়েছে বলে রির্টানিং অফিসার জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান নিশ্চিত করেছেন।
ভুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী ৪ জন প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান রুবেল আহমেদ(ঘোড়া), মোঃ জসিম মোল্লা(টেলিফোন), মোঃ জহিরুল ইসলাম সোহাগ(মোটর সাইকেল) ও মোঃ সরোয়ার হোসেন (আনারস)। এ ইউনিয়নে সংরক্ষিত ৩ টি আসনে ৯ জন এবং সাধারণ ৯ টি আসনে ২৫ জন প্রার্থী। এ ইউনিয়নে ৯ টি কেন্দ্রের ৩০ টি বুতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে ৮,৪৪৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৪,২৭৬ এবং মহিলা ভোটার ৪,১৬৯ জন।
কমলাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে ছালাম মৃধা(চশমা), মোঃ মনির রহমান মৃধা( আনারস) ও মোঃ শফিকুল ইসলাম(ঘোড়া)। এ ইউনিয়নে সংরক্ষিত আসনে ৮ জন এবং সাধারণ আসনে ২৬ জন প্রার্থী। এ ইউনিয়নে ৯ টি কেন্দ্রের ৫৪ টি বুতে ভোট গ্রহন হবে। কমলাপুর ইউনিয়নে ১৯,৪৫ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১০,২৪৩ জন এবং মহিলা ভোটার রয়েছে ৯,৬০২ জন।
ইতিমধ্যে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ ভোট গ্রহনের সকল উপকরন কেন্দ্রসমূহে পৌছানো হয়েছে বলেও জানান রির্টানিং অফিসার খান আবি শাহানুর খান জানান।
স্থানীয়রা জানান, ভুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ রুবেল আহমেদ রুবেল মোল্লা(ঘোড়া) ও সাতবার নির্বাচিত মেম্বার মোঃ সরোয়ার হোসেন(আনারস) এর মধ্যে এবং কমলাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান ছালাম মৃধা(চশমা) এবং বর্তমান চেয়ারম্যান মনির রহমান মৃধা (আনারস) এর মধ্যে হাড্ডাহাড্ডি ভোটযুদ্ধ হবে। রবিবার ভোট গ্রহন শেষে কে জিতবে এবং কে হাড়বে ফলাফল নিশ্চিত হবে।