• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

পটুয়াখালী মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন ও কর্মবিরতি

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ১৮৩ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ন্যাশনাল স্টিয়ারিং কমিটির কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা একাডেমিক শাটডাউন ও কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

রবিবার (৯ মার্চ) সকাল থেকে পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কলেজের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হয়েছে। একই সঙ্গে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের নিয়মিত কার্যক্রম থেকে বিরত রয়েছেন। সকাল ১০টায় কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান এবং হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এরপর কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয় এবং বিষয়টি নিয়ে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করা হয়।

এই আন্দোলন কার্যকরভাবে পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন ডা. ফাহমিদ হাসান লিয়ন, ডা. আশরাফুল, ডা. আনিকা তাহসিন এবং ডা. মৃধা মো. আবুল হাসান। আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. মো. যাসমান শাহ, যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ডা. বায়েজিদ হাসান রাফি, ডা. সুমাইয়া সাইমা শর্মি এবং ডা. অনন্যা ইলমি। সদস্য সচিবের দায়িত্বে আছেন ডা. সাইমুম ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. ইয়াছির আরাফাত। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. ইমরুজ বিন ইসহাক, ডা. নাডিয়ো স্বর্ণা এবং ডা. স্বর্ণা মজুমদার। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জয়দেব প্রমুখ।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন। পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের সাধারণ শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।


আরও খবর পড়ুন: