পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ৮ম ব্যাচ, বিএসসি ইন নার্সিং ৬ষ্ঠ ব্যাচ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ২য় ব্যাচের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে খাদ্য ও পুষ্টি মেলা-২০২৪ অনুষ্ঠিত।
শুক্রবার বিকাল ৪ টায় ডিসি স্কয়ার মাঠে কলেজের পরিচালক এ্যাডভোকেট মো. জাকির হোসেন এর সভাপতিত্বে খাদ্য ও পুষ্টি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি একেএম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান, সহকারী জজ (বাউফল) পরাগ ঢালী, বিএমএ পটুয়াখালীর সাবেক সভাপতি ডাঃ মোঃ মিজানুর রহমান, জেলা কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান, নার্সিং কলেজের পরিচালক সামসুন্নাহার পারভীন ও নার্সিং কলেজের অধ্যক্ষ মাহামুদা বেগম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন এইচ এম সোহাগ। কলেজের শিক্ষার্থীরা নিজেরা স্বাস্থসেবা সম্পর্কিত পুষ্টিমানের হরেক রকমের খাবার তৈরী করে উপস্থাপন করেন। প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ স্টল সমূহ পরিদর্শন করেন।