জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ১৯৬১ সালে প্রতিষ্ঠিত সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন পটুয়াখালী প্রেসক্লাব এর অর্ধ বার্ষিক সাধারণ সভা আনন্দঘন পরিবেশে ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড. আতহার উদ্দিন মিলনায়তনে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন এর সভাপতিত্বে সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিকসহ নিহত সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধ বার্ষিক সাধারণ সভায় সম্পাদকের রিপোর্ট পেশ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, আয়-ব্যয়ের হিসেব উপস্থাপন করেন ক্লাবের ট্রেজারার মো. আতিকুর রহমান।
সভায় সম্পাদক ও ট্রেজারের পেশকৃত প্রতিবেদনের উপর আলোচনা করেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস, সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক মুফতী সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, সদস্য বিলাস দাস, সদস্য সৈয়দ হুমায়ুন কবির, সদস্য আব্দুল কাইউম, প্রাথমিক সদস্য কামরুজ্জামান হেলাল প্রমুখ।