অপূর্ব সরকার, পটুয়াখালীঃ পটুয়াখালী প্রেসক্লাবের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (সেপ্টেম্বর’ ৩) বেলা সাড়ে ১২ টায় বন্যাদুর্গতদের সাহায্যার্থে পটুয়াখালী প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক নুর কুতুবুল আলমেরর হাতে এই সহায়তার অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হৃদয়, সাবেক সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী প্রমুখ।