জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর এর জেলা প্রতিনিধি মরহুম মোঃ জাফর খান এর রূহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২২ আগস্ট) বাদ মাগরিব পটুয়াখালী প্রেসক্লাবে প্রেসক্লাব আয়োজিত মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি ও বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মোঃ আবু সাঈদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদর থানার অফিসার্স ইনচার্জ মো. জসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য ও একেএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন বাহার, জেলা বিএনপির সদস্য ফখর উদ্দিন খান, মো. মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, মরহুমের ছেলে এ্যাড. জাহিদুল ইসলাম খান রকি, প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সভাপতি মো. জাকির হোসেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সাবেক সাধারণ সম্পাদক মুফতী সালাউদ্দিন এবং মুজাহিদুল ইসলাম প্রিন্সসহ সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মোঃ জাফর খান দীর্ঘ দিন যাবৎ ডায়াবেটিস রোগে ভুগছিলেন। গত শুক্রবার দুপুরে বরিশাল মমতা ক্লিনিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।