জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মো. জাফর খান এঁর মৃত্যুতে পরিবারের উদ্যোগে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন নতুন বাজার এ্যাকোয়ার স্টেট জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. মোখলেছুর রহমান ও চরপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. শহিদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি মো. জাকির হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এ্যাড. সোহরাব হোসেন সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপি নেতা মো. ফখর উদ্দিন খান, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, মরহুমের পুত্র এ্যাডভোকেট মো. জাহিদুল ইসলান খান রকিসহ বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্যব্যক্তি ও আত্মীয় স্বজন এবং শুভাকাংখীবৃন্দ।
উল্লেখ্য, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মোঃ জাফর খান দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। গত শুক্রবার দুপুরে বরিশাল মমতা ক্লিনিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।