1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
রবিবার, ১১ মে ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রেটিনা প্লাস নার্সিং ভর্তি কোচিং পটুয়াখালী শাখার ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীতে অ*গ্নিকা*ন্ডে কসমেটিক্সের একটি দোকান ভ*স্মি*ভূত  বাউফলে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে চলা মানববন্ধন পন্ড রহস্যময় ঐতিহ্যবাহী শাহ সূফী হযরত ইয়ারউদ্দীন খলিফা (রঃ) মাজার ও জীবনী পটুয়াখালীতে কৃষি কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবীতে কৃষক-কৃষানীদের মানববন্ধন পটুয়াখালীতে গণধ*র্ষণে*র শিকার এক তালাকপ্রাপ্তা মহিলা বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাফর খানের জানাজায় মানুষের ঢল

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি আলহাজ্ব মো. জাফর খান এঁর জানাজা নামাযে মানুষের ঢল।

শুক্রবার এশা নামায বাদ রাত ৯ টায় চরপাড়া জেলা প্রশাসক ঈদগাহ মাঠে জানাজা নামায পরিচালনা করেন চরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. শহিদউল্লাহ। এ সময় মরহুমের জন্য দোয়া চেয়েছেন পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন ও মরহুমের একমাত্র ছেলে এ্যাড. জাহিদুল ইসলাম রকি। জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ জোবায়ের, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদকের পক্ষে স্থানীয় প্রতিনিধি বিলাস দাস ও মোশতাক আহমেদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পরে পৌর মুসলিম গোড়স্থানে তারই ইচ্ছায় তার সহধর্মীনির পাশে তাকে সমাহিত করা হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব আবু সাঈদ, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আঃ রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, বিএনপি নেতা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয় পার্টির সভাপতি মো. জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব এবং এ্যড. নাসির উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শত শত মুসুল্লিগন।

উল্লেখ্য, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মোঃ জাফর খান দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস রোগে ভুগছিলেন। শুক্রবার দুপুরে বরিশাল মমতা ক্লিনিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট