পটুয়াখালী প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৯ টায় আজাদ টাওয়ারে পটুয়াখালীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে পটুয়াখালী পৌরসভা নির্বাচনে জগ মার্কার নির্বাচনী ইশতেহার ঘোষনা করলেন মেয়র প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ। ঘোষনায় তিনি বলেন-আর একবার মেয়র নির্বাচিত হলে পটুয়াখালী পৌর শহরকে পৌরবাসীর সহযোগীতায় দেশের মধ্যে শ্রেষ্ঠ স্মার্ট নগরী গড়ে তুলবেন তিনি। তিনি পটুয়াখালী পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য উপস্থিত শতাধিক সাংবাদিকদের মাধ্যমে পৌরবাসীর কাছে তার জগ মার্জায় ভোট চেয়েছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. হাফিজুর রহমান হাফিজ, জেলা আওয়ামীলী গের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. তসলিম সিকদার, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক একেএম খায়রুল আহসান খায়ের, উপ-প্রচার সম্পাদক জিএম জাফর কিরন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আনিসুর রহমান, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. সৈয়দ মো. সোহেল, জেলা কৃষক লীগের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহানুর হক, সাধারণ সম্পাদক এ্যাড. রিফাত হাসান সজিব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।