জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ কোমলমতি শিশু শিক্ষার্থীদেরকে স্কুলগামী ও পড়াশুনায় আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে পটুয়াখালী পৌর এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া উপকরণ বিতরণ করেছেন পৌর প্রশাসক জুয়েল রানা।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পৌর কনফারেন্স কক্ষে পৌর প্রশাসক (উপ সচিব) জুয়েল রানা এর সভাপতিত্বে পৌর শহরের ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ক্রীড়া উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান, প্রধান শিক্ষক শাহানাজ পারভীন, প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, প্রধান শিক্ষক রাহিমা বেগম রুনু, পৌরসভার প্রধান সহকারি মোঃ জাকিরুল ইসলাম, সাংবাদিক আব্দুস সালাম আরিফ, শিক্ষার্থী উৎসব, মিম আক্তার ও সুমাইয়া আক্তার প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলক সমাদ্দার, প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ, মেডিকেল অফিসার ডাঃ ইকরামুল নাহিদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, সহকারি শিক্ষা অফিসার রাজ্জাক হোসাইন, শহর উন্নয়ন কর্মকর্তা ফারজানা ইয়াসমিন ও পৌরসভার প্রধান সহকারি মোঃ জাকিরুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।