পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌরসভায় মহান ভাষা শহীদদের স্মরনে ও শ্রদ্ধা নিবেদনের জন্য পটুয়াখালী পৌরসভায় ৪ কোটি ৩৩ লক্ষ ৭৩ হাজার ৯৭৭ টাকা প্রক্কলিত ব্যয়ে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত হচ্ছে দেশের অদ্বিতীয় শহীদ মিনার।
পটুয়াখালী পৌরসভার মাস্টার প্ল্যান চূড়ান্তকরনসহ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (PPMFIDP) এর আওতায় শেখ রাসেল শিশু পার্কের পশ্চিম পাশে পৌরসভার নিজস্ব অর্থায়নে পেশাদারীত্ব স্থাপত্য প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১০ একর জমি জুড়ে জেলা উদ্যান, মুক্ত মঞ্চ এবং ঢাকাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নক্সা প্রণয়নে পৌরসভার Package No-e- GP/PD/PPMEIDP/ 2021-22/RS-0 এর নির্মানাধীন শহীদ মিনার কাজের ৯০ ভাগ সম্পন্ন হয়েছে বলে পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান।
আসছে একুশে ফেব্রুয়ারীতে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মুক্ত মঞ্চ ও উদ্যানসহ দেশের অদ্বিতীয় শহীদ মিনার উন্মুক্ত করা হবে বলে মেয়র মহিউদ্দিন আহম্মেদ প্রতিনিধিকে জানান। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.জসিম উদ্দিন আরজু জানান, সরকারের উল্লেখিত অর্থায়নে পটুয়াখালী পৌরসভার বাস্তবায়নাধীন শহীদ মিনারটি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে করা হলেও এ শহীদ মিনারটি হবে আরো উন্নত ও দৃষ্টিনন্দন। পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদের একান্ত প্রচেষ্টায় ও তার দক্ষ নির্দেশনায় নির্মিত শহীদ মিনারটি হবে দেশের অদ্বিতীয় শহীদ মিনার। দেশের মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য জীবনদানকারী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পটুয়াখালী পৌরসভার নির্মিত শহীদ মিনারে দেশ-বিদেশের লোকজন আসবে বলে বিশ্বাস করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজু।