জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালন উপলক্ষে পৌরসভা পর্যায়ে পটুয়াখালী পৌর এলাকার শিক্ষকগণ, ধর্মীয় ও কমিউনিটি লিডারগণের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১ টায় পটুয়াখালী পৌর কনফারেন্স কক্ষে পৌর প্রশাসক (উপ-সচিব) জুয়েল রানা এর সভাপতিত্বে ও পৌর স্বাস্থ্য বিভাগের ঠিকাদার মোঃ রিয়াজুল ইসলামের সঞ্চালনায় ওরিয়েন্টেশন সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ ইকরামুল নাহিদ।
আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ভূপেন চন্দ্র মন্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসমা আখতার, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাইহান, পৌর সভার স্যানিটারি ইন্সপেক্টর শারমিন সুলতানা, সহকারী শিক্ষক সাঈদুল হক আজাদ, ঠিকাদার কাজল সরকার, প্রধান শিক্ষিকা রুমানা ফেরদৌস, প্রধান শিক্ষক ফাহমিনা আবেরিন, সহকারি শিক্ষক মেহেরুন নিসা, শহর উন্নয়ন কর্মকর্তা ফারজানা ইয়াসমিন প্রমুখ।
পটুয়াখালী পৌরসভায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় প্লে- নার্সারি থেকে ৯ম শ্রনী পর্যন্ত এবং কমিউনিটি পর্যায় ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী ২৭, ১৯৮ জনকে ১৮০ টি কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে। এছাড়া পৌর ভবনে একটি কেন্দ্রে ১৮ দিন নিয়মিত টিকা প্রদানের কাজ চলবে বলে ডাঃ ইকরামুল নাহিদ জানিয়েছেন। পৌর প্রশাসক জুয়েল রানা একজনও টিকা থেকে বাদ না পরে তার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।