মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী : কারিগরি শিক্ষায় অবৈধভাবে অকারিগরি ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ ও বিভিন্ন পদে অকারিগরি কর্মকর্তা অপসারণের দাবিতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা ৫ দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসে কর্মসূচি পালনকালে সাধারয়ণ শিক্ষার্থীরা জানান, কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বর্হিঃভূত কোনো জনবল থাকতে পারবেনা। ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ করতে হবে। কারিগরি সেক্টরে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে। উপসহকারী প্রকৌশলী (১০ম) গ্রেড পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না। এই স্লোগানে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্যাম্পাস থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারক লিপি পেশ করে। পুনরায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এসে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারক লিপি পেশ করেন।