জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বএনপি বহুদলীয় গনতন্ত্রে বিশ্বাসী। তাই গনতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার জন্য বড় দল বিএনপির সকল নেতা কর্মীর দায়িত্ব অনেক বেশী। নিজে এবং অন্যকে এমন কোন কাজ করবেন না বা করতে দিবেন না যাতে দলের ক্ষতি হয়। আমি সব সময় বলে আসছি জনগনের সাথে থাকুন, মানুষকে কাছে রাখুন, জনগনের প্রত্যাশার কথা বলুন, কল্যানের কথা বলবেন, আইন নিজের হাতে নিবেন না, আইন ও শান্তি শৃংঙ্খলা রক্ষায় বড় দলের কর্মী হিসেবে শহীদ জিয়ার সৈনিক হিসেবে, খালেদা জিয়ার আদর্শের সৈনিক হিসেবে সহযোগিতা করবেন।
তিনি বুধবার বিকেলে পটুয়াখালী জেলা শহরের প্রানকেন্দ্র ব্যয়ামাগার মিলনায়তনে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় জেলা বিএনপির ত্রি- বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে নির্দেশনামূলক বক্তৃতায় এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, মতপার্থক্য থাকা স্বাভাবিক দেশের স্বার্থে গনতন্ত্রের ধারায় অন্যান্য দলের মতামত শুনতে হবে, তাদের সাথে বসে আলোচনা করে সমস্যা সমাধান করতে হবে। মনে রাখতে হবে জনগনের প্রত্যাশার কথা বললে, তারা আপনার মিছিলে আসবে। দেশের অধিকাংশ মানুষ রাজনীতি করে না, তাদের কাছে যেতে হবে, তাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের কথা বলতে হবে। কৃষকের উন্নয়নের কথা বলতে হবে, শিক্ষার্থীদের কথা বলতে হবে, সাধারণ মানুষের কল্যানের কথা বলতে হবে। তারেক রহমান বলেন, আমরা আড়াই বছর আগে থেকেই রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছি। বড়দল হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে রিফর্মে অন্তবর্তী সরকারের কাজে সহযোগিতা করা।
তিনি দীর্ঘদিন পর পটুয়াখালী জেলা বিএনপি শাখার সম্মেলন আরও আগে হওয়া উচিত ছিল। স্বৈরাচার ঘাড়ে চেপে থাকার কারনসহ বিভিন্ন কারনে তা সম্ভব হয়নি। আজ ১৫১১ ডেলিগেট কাউন্সিলরসহ হাজার হাজার নেতা কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছেন, দেখে খুব খুশী হয়েছি। একটু পরে কাউন্সিল অধিবেশন হবে। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে নেতা নির্বাচিত করে ৬৪ জেলায় ম্যাসেজ দিবেন বিএনপি শুধু ঘরেই গণতন্ত্র চর্চা করে না, রাজনীতির মাঠেও গণতন্ত্র চর্চায় বিশ্বাস করে। আপনাদের মতো দেশে ১২ কোটি ৫০ লক্ষ ডেলিগেট কাউন্সিলর ভোটার রয়েছে। আসন্ন নির্বাচনে গনতান্ত্রিক রাষ্ট্র গঠনে দলের পক্ষে রায় অর্জনে তাদের কাছে বিএনপির কর্মসূচী নিয়ে যেতে হবে, আমি আগেও বলেছি, আবারও বলছি জনগনের সাথে থাকুন, জনগনকে কাছে রাখুন। বিএনপির মূলমন্ত্র জনগণই ক্ষমতার উৎস। জেলা বিএনপির ত্রি- বার্ষিক সম্মেলন সুষ্ঠু ও শান্তিপুর্নভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত ডেলিগেট ও কাউন্সিলরদের প্রতি আহবান জানিয়ে তারেক রহমান তার বক্তব্য শেষ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলন স্থল ব্যয়ামাগার মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে ভোট গ্রহন চলছে। এতে ১৫১১ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাড. আব্দুল হক ফরাজী। এ নির্বাচনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
এ সম্মেলনের উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, সহ- প্রচার সম্পাদক মোঃ আসাদুল কবির শাহীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন, সদস্য মাওলানা শাহ নেছারুল হক, সদস্য ইঞ্জিঃ একেএম ফারুক আহমেদ তালুকদার, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ দুলাল হোসেন, সদস্য মোস্তাক আহম্মেদ পিনু, বরগুনা জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা, ভোলার হায়দার আলী লেলিন, স্থানীয় বিএনপি নেতা শাহাবুদ্দিন নান্নু, হাজী হুমায়ুন সিকদার, জব্বার মৃধা ও মোঃ সিদ্দিকুর রহমান।