জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ দীর্ঘ ২৩ বছর পর আগামীকাল বুধবার (২ জুলাই) পটুয়াখালী ব্যয়ামাগার মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন।
এ সম্মলনের দ্বিতীয় অধিবেশনে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদের জন্য নির্বাচনের জন্য কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক সিনিয়র আইনজীবী আব্দুল হক ফরাজীকে চেয়ারম্যান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি করেছেন।
এ নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক মঙ্গলবার সকাল ১০ টা হতে বেলা ১১ টা পর্যন্ত জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক দুটি পদের জন্য মনোনয়ন দাখিলের জন্য আহবান করে। এতে সভাপতি পদে বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও অন্যতম সদস্য মাকসুদ আহম্মদ বায়জীদ (পান্না মিয়া) এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান আহবায়ক কমিটির সদস্য এ্যাডঃ মুজিবুর রহমান টোটন, সদস্য বশির আহম্মেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ তৌফিক আলী খান কবির, সদস্য মোঃ দেলোয়ার হোসেন খান নান্নু, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন ও মোঃ সাঈদুর রহমান তালুকদার (সাঈদ তালুকদার) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নির্বাচন কমিটির কাছে দাখিল করেন।
উক্ত নির্বাচন কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হক ফরাজী উল্লেখিত সভাপতি পদে দুইজন ও সাধারন সম্পাদক পদে ৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন।
তিনি জানান, সম্মেলনের দ্বিতীয় অধিবেশন পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে প্রয়োজনে ব্যালটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ভোট গ্রহন করার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি জেলা বিএনপির সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রার্থীদেরসহ বিএনপির সকল স্তরের নেতা কর্মীদেরকে সহযোগীতা করার আহবান জানান।