পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ খ্রিঃ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে ২৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমর্থক এটিএম মোজাম্মেল হোসেন তপন। তার নিকটম প্রতিদ্বন্দী আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থক মো. নুরুজ্জামান মৃধা পেয়েছেন ১৯৭ ভোট। সাধারন সম্পাদক পদে নির্বাচিত আওয়ামী লীগ পন্থী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আলহাজ্ব মো. লুৎফর রহমান খোকন ২৬৬ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি পন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. আবুল কালাম আজাদ পেয়েছেন ২৩০ ভোট। সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. মিজানুর রহমান পিকু ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ পন্থী মিসেস লুৎফুন্নেছা বেগম পেয়েছেন ১৭৬ ভোট। সহ-সাধারণ সম্পাদক দুটি পদে আওয়ামী লীগ পন্থী এম. রেজাউল করিম অভি ২৯৫ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. মেহেদী হাসান উজ্জল ২৪২ ভোটে নির্বাচিত হয়েছেন।
লাইব্রেরী সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রুহুল আমীন ২৬৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ পন্থী মো. আশরাফ আলী পেয়েছেন ২২৪ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে আওয়ামী লীগ পন্থী মোহাম্মদ সুমন চৌধুরী ২৬০ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আইনজীবী ফোরামের গাজী মো. আল আমিন পেয়েছেন ২২৮ ভোট।
দুটি সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. আমির হোসাইন ২৭২ ভোটে এবং আওয়ামী লীগের মো. মুশফিকুর রহমান তুহিন ২৬১ ভোটে নির্বাচিত হয়েছেন।
বৃহষ্পতিবার (২৯ ফেব্রুয়ারী) জেলা আইনজীবী সমিতি ভবনের দোতলায় সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫১৯ জন ভোটারের মধ্যে ৫০৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন বলে জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট আনছার আলী নিশ্চিত করেছেন।
এ নির্বাচন কমিশনের অপর দুইজন সদস্য ছিলেন এ্যাডভোকেট আলহাজ্জ মো. আবুল কাশেম খান ও অ্যাডভোকেট আশীষ কুমার চক্রবর্তী।