পটুয়াখালী প্রতিনিধিঃ আসছে ২৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ খ্রিঃ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৯ টি পদের পুর্নপ্যানেলে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে প্রতিদ্বন্দ্বীতা করছেন সভাপতি পদে এটিএম মোজাম্মেল হোসেন তপন, সহ-সভাপতি পদে মো. মিজানুর রহমান পিকু, সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক দুটি পদে মো. মিজানুর রহমান হীরন ও মো. মেহেদী হাসান উজ্জল, লাইব্রেরী সম্পাদক পদে মো. রুহুল আমীন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে গাজী মো. আল আমীন ও দুটি সদস্য পদে মো. জসিম উদ্দীন এবং মো. আমির হোসাইন।
আওয়ামী লীগের বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থীরা হচ্ছে- সভাপতি পদে মো. নুরুজ্জামান মৃধা, সহ- সভাপতি পদে মিসেস লুৎফুননেছা বেগম, সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মোঃ লুৎফর রহমান খোকন, সহ-সাধারণ সম্পাদক পদে কে. এম. রেজাউল করিম অভি, লাইব্রেরী সম্পাদক পদে মো. আশরাফ আলী, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ সুমন চৌধুরী, দুটি সদস্য পদে মো. আল আমিন ভুঁইয়া ও মো. মুশফিকুর রহমান তুহিন।
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন করার জন্য প্রবীন আইনজীবী আনছার আলীকে চেয়ারম্যান করার জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের তফসিল মোতাবেক ১৯ ফেব্রুয়ারী প্রতিদ্বন্দী প্রার্থীগণের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ২৯ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। উক্ত বার নির্বাচনে ৫১৯ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন। কমিশনের অপর দুইজন সদস্য হলেন আলহাজ্জ মো. আবুল কাশেম খান ও অ্যাডভোকেট আশীষ কুমার চক্রবর্তী।