• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালী জেলা জজ আদালতের সদ্য নিয়োগপ্রাপ্ত জিপি’র বিরুদ্ধে আইনজীবীদের তলবী সভা

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ৩২৪ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জেলা আইনজীবী সমিতির ৭৫ জন আইনজীবীর স্বাক্ষরিত পটুয়াখালী জেলার জেলা জজ আদালতের সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারি কৌশলী পদে এডভোকেট আব্দুল্লাহ ইউসুফ এর বিরুদ্ধে এক তলবী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ১ টায় জেলা আইনজীবী সমিতির হলরুমে সমিতির সভাপতি এ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. লুৎফর রহমান খোকনের পরিচালনায় তলবী সভায় জেলা আইনজীবী সমিতির কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শতাধিক বিজ্ঞ আইনজীবীগনের উপস্থিতিতে এ তলবী সভায় জেলা আইনজীবী সমিতির প্রায় ১০ জন সিনিয়র আইনজীবী বক্তব্যসহ মতামত প্রদান করেন।

বক্তারা তাদের বক্তৃতায় বলেন, জেলা ও দায়রা জজ আদালতের অধীন গুরুত্বপুর্ন জেলা জজ আদালতে যাকে সরকারি কৌসুলী (জিপি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তিনি একজন অনিয়মিত ফৌজদারি প্রাকটিশনার। তিনি এন আই এক্টের ১৩৮ ধারার একাধিক মামলার আসামী। তার বিরুদ্ধে জেলা আইনজীবী সমিতিতে বসে জনৈক আব্দুস সালামকে মারধরের ঘটনায় তিনি (আব্দুস সালাম) আইনজীবী সমিতিতে অভিযোগ দাখিল করেন। যা তদন্তাধীন আছে। তার কোন চেম্বার নেই, মহরার নেই। তিনি আদৌ একজন দেওয়ানী প্র্যাক্টিশনার নহেন। এমন একজন অনভিজ্ঞ বিতর্কিত আইনজীবীকে জেলার সরকারি কৌশলী হিসেবে নিয়োগ দেয়ায় সাধারণ আইনজীবী ও জনমনে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাকে নিয়োগ দেয়া সরকারের তথা রাষ্ট্রের স্বার্থ পরিপন্থী। সরকারের স্বার্থ রক্ষায় বিচারকার্যে দারুন ক্ষতি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তার নিয়োগে ঐতিহ্যবাহী পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

সভায় উপস্থিত সকলে উল্লেখিত বিষয়ে একমত পোষণ করায় সভার সভাপতি অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন উক্ত বিষয়ে বক্তাদের যৌক্তিক কারণ উল্লেখপূর্বক রেজুলেশন করে মাননীয় আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের সিদ্ধান্ত সকলকে অবহিত করেন। জেলা আইনজীবী সমিতি জেলা জজ আদালতে সদ্য নিয়োগপ্রাপ্ত এ্যাডভোকেট আব্দুল্লা ইউসুফের বিরুদ্ধে তলবী সভার সিদ্ধান্ত’র রেজুলেশন আইন উপদেষ্টাসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষগণের কাছে প্রেরন করা হবে বলে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক শরীফ সালাউদ্দিন দ্বয় জানিয়েছেন।


আরও খবর পড়ুন: