• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

পটুয়াখালীতে কৃষি কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবীতে কৃষক-কৃষানীদের মানববন্ধন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ৪৮৮ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী সদর উপজেলার কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমানকে ষড়যন্ত্রমূলক বদলির আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবীতে সাধারণ কৃষক-কৃষানীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত।

আজ বুধবার ( ৭ মে) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সদর উপজেলার কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমানের বদলির আদেশ প্রত্যাহার করে পটুয়াখালীতে স্বপদে বহাল রাখার দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের পূর্বে সাধারণ কৃষক- কৃষানীদের মানববন্ধনে বক্তব্য রাখেন কমলাপুর ইউনিয়নের কৃষক মশিউর রহমান ইসা, লোহালিয়া ইউনিয়নের কৃষক মো. জিহাদ হোসেন, একই ইউনিয়নের কৃষানী ফাতিমা জাহান, কৃষক মো. নজরুল ইসলাম, জৈনকাঠী ইউনিয়নের নুরুজ্জামান তালুকদার, কমলাপু ইউনিয়নের মো. বারেক খান, মাদারবুনিয়া ইউনিয়নের কৃষক মো. মিজানুর রহমান, কালিকাপুর ইউনিয়নের মো. মোতাহার আলী প্রমুখ।

এ সময় সাধারণ কৃষকরা তাদের বক্তব্যে বলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান স্যার একজন কৃষক ও কৃষি বান্ধব অফিসার। তিনি এখানে যোগদানের পর প্রতিটি ফসলের আবাদ এবং উৎপাদন অনেক গুনে বেড়েছে। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে নতুন নতুন জাতের সবজি ও ফসলের বীজ- চারা এনে আমাদেরকে চাষাবাদ করাতে ইউনিয়নে ইউনিয়নে ও মাঠে মাঠে গিয়ে পরিদর্শন করে আমাদেরকে পরামর্শ দিয়ে সবজি ও ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করে আসছেন। সারসহ কৃষি প্রনোদনা এবং প্রশিক্ষনের মালামাল সঠিকভাবে বিতরণ করেন। সার ডিলারদেরকে ইউনিয়নে ইউনিয়নে সার নিশে বিক্রি করার জন্য বাধ্য করেন। এতে অসাধু সার ব্যবসায়ী ডিলাররা ষড়যন্ত্র করে টাকা দিয়ে ১২/১৩ জন অকৃষক নারী পুরুষ নিয়ে মানববন্ধন করে স্যারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে ষড়যন্ত্র করে তাকে প্রহসনমূলক বদলি করা হয়েছে। সাধারণ কৃষকরা এ প্রহসনমূলক বদলির আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার জন্য জেলা প্রশাসকের কাছে জোর দাবী করেছেন তারা।

পরে সাধারণ কৃষক-কৃষানীরা মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত দাবীতে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করেন। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলবেন বলে কৃষকদেরকে আশ্বাস দেন।


আরও খবর পড়ুন: