অপূর্ব সরকার, পটুয়াখালীঃ পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন এবং প্রতিষ্ঠান পরিচালনায় প্রশাসন কর্তৃক দুর্নীতির কারণ উল্লেখ করে ১৩ দফা দাবী বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন করেছে।
বুধবার (২৮ আগস্ট ) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে “পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের” প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন এবং প্রতিষ্ঠান পরিচালনায় প্রশাসন কর্তৃক দুর্নীতির কারণে নিম্নোক্ত ১৩ দফা দাবী অনতিবিলম্বে বাস্তবায়নের দাবীগুলো পরে শুনান মোঃ ইয়াসির আরাফাত (এসএসসি ২১)। ১) সর্বোচ্চ তিন মাসের মধ্যে নতুন প্রিন্সিপ্যাল ও ভাইস প্রিন্সিপ্যাল নিয়োগ করতে হবে। ২) এসএসসি পরীক্ষার্থীদের হল পরিবর্তন করতে হবে। ৩) স্কুল শিক্ষক পরিচালনা পর্ষদ কমিটি প্রণয়ন করতে হবে। ৪) প্রত্যেক মাসে অন্তত একবার জেলা প্রশাসন কর্তৃক স্কুল পরিদর্শন ও তিন মাস ব্যবধানে একবার প্রশাসন কর্তৃক সকল বিষয় মনিটরিং এর ব্যবস্থা করতে হবে। ৫) বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিদিষ্ট খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। ৬) ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম সব সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্বে থাকবে এবং কোন শিক্ষক এবং কর্তৃপক্ষ কোন ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। ৭) প্রতিষ্ঠানে স্বাস্থ্য সম্মত ক্যান্টিন প্রতিষ্ঠা, কমনরুম, খেলাধুলা সরঞ্জাম, লাইব্রেরি, বার্ষিক ম্যাগাজিন ও মাসিক দেয়ালিকা প্রকাশসহ উল্লেখিত বিষয়সমূহ বাস্তবায়ন করতে হবে। ৮) কোন শিক্ষক যদি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীর উপর অনৈতিকভাবে চাপ প্রয়োগ করে অথবা শারীরিক বা মানসিকভাবে হয়রানি করে তবে তাদেরকে উপযুক্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে সুষ্ঠ তদন্ত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। ৯)জবাবদিহিতামূলক প্রাতিষ্ঠানিক প্রশাসনের ব্যাবস্থা করতে হবে। ১০)অভিভাবকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা সম্পন্ন ওয়েটিং রুমের ব্যাবস্থা করতে হবে। কোন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের সাথে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। যেকোন অভিযোগের সঠিক তদন্তের মাধ্যমে বিচার করতে হবে ও কারো সাথে কোন অসদাচরণ করা যাবে না। ১১) স্কুলের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও ফলাফল ভালো করার জন্য নতুন পরিকল্পনা প্রনয়ণ ও পরবর্তী এসএসসি ও এইচএসসি পরীক্ষাতেই এর প্রতিফলন দেখাতে হবে। যদি ব্যর্থ হয়, তবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সমুচিত জবাব দিতে হবে। ১২)বেতন প্রদান, রেজাল্ট প্রকাশ ও প্রতিষ্ঠানের সকল কার্যক্রম অনলাইনে বাস্তবায়ন করতে হবে। ১৩) যে সকল শিক্ষক রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ ও অনৈতিক পন্থা অবলম্বন করে শিক্ষক হিসাবে যোগদান করেছেন তাদেরকে অনতিবিলম্বে চাকুরী থেকে অব্যাহতি দিতে হবে।
পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মোঃ সিদ্দিকুর রহমান (SSC-21), মোঃ সাজিদুল ইসলাম (S.S.C-23), বাঁধন মজুমদার (S.S.C-24), আনজুম আশিক (এসএসসি-২১), মো: শাফিন আহম্মেদ (এসএসসি-১৯) গোলাম রব্বানী জনি (S.S.C-23), ফাইয়াজ আহমেদ (এস এস সি-২১), আবিদ হাসান (দশম শ্রেণী), সাহারা ইসলাম (দশম শ্রেণী), অংকিতা দাস (১০ম শ্রেণি), আ.ন.ম নাজমুস সাকিব (১০ম শ্রেণি), মোঃ. মাহির (দ্বাদশ), মোঃ মেহেদী হাসান দ্বৈাদশ) এবং অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন সুখী আকতার, আরিফা আখতার, নাজনীন ও সাবরিনা প্রমুখ।
সব শেষে তারা বলেন, আমাদের দাবীসমূহ সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। দাবী পূরণ না হলে অভিভাবক এবং শিক্ষার্থী কর্তৃক সম্মিলিতভাবে ক্লাস বজর্নসহ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম, দাবী আদায় না হওয়া পর্যন্ত স্থগিত ঘোষনা করা হবে।