জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী প্রেসক্লাবের অন্যতম সদস্য, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় কুমার দাস লিটু এর স্ত্রী বিথী সরকার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোররাত ৪.২০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( দিব্যান লোকান স্ব- গচ্ছতু)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী রেখে গেছেন। বৃহষ্পতিবার দুপুরে পটুয়াখালী পৌর শশ্মানে তার শেষ কৃত্য ( সৎকার) অনুষ্ঠিত হয়। এ শেষ কৃত্য অনুষ্ঠানে মুখাঘ্নি করেন ৫ম শ্রেনীর শিশু পুত্র সূর্য্য কুমার দাস। এ সময় পটুয়াখালীতে কর্মরত সকল সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল ধর্ম, বর্ণের শত শত নারী- পুরুষ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সঞ্জয় কুমার দাস লিটুর সহধর্মীনি বিথী সরকারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।