জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী সদর উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ জন চেয়ারম্যান, সংরক্ষিত ১৭ জন ও সাধারণ আসনে ৫১ জন প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় সদর উপজেলা নির্বাচন অফিসে উক্ত দুইটি ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান খান।
ভুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৪ জন প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান রুবেল আহমেদ (ঘোড়া), মোঃ জসিম মোল্লা (টেলিফোন), মোঃ জহিরুল ইসলাম সোহাগ (মোটর সাইকেল) ও মোঃ সরোয়ার হোসেন (আনারস)। এ ইউনিয়নে সংরক্ষিত ৩ টি আসনে ৯ জন এবং সাধারণ ৯ টি আসনে ২৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
কমলাপুর ইউনয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ছালাম মৃধা (চশমা), মোঃ মনির রহমান মৃধা (আনারস) ও মোঃ শফিকুল ইসলাম (ঘোড়া)। এ ইউনিয়নে সংরক্ষিত আসনে ৮ জন এবং সাধারণ আসনে ২৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
উক্ত দুটি ইউনিয়নে আগামী ২৮ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে সদর উপজেলা নির্বাচন অফিসার জানান।