মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একজন কলেজ শিক্ষার্থী মোঃ ইসা নিজ উদ্যোগে ৯ শতক জমিতে হাইব্রিড মরিচ চাষ করে কৃষিতে সাফল্য অর্জন করেছে। তিনি এর পাশাপাশি শশা চাষ, তরমুজ চাষ করেও ভালো লাভবান হয়েছে। তিনি ইউটিউব দেখে মরিচ চাষে উদ্বুদ্ধ হয়ে ২০২২ সালে একটি কোম্পানির মাধ্যমে প্রশিক্ষণ নেয়। অর্থের অভাবে কাজ শুরু করতে পারনি। পরে নিজের ব্যবহৃত মোবাইল ফোন ১২ হাজার টাকায় বিক্রি করেন। তা দিয়েই প্রথমে চাষ শুরু করেন, তবে বাধ সাঝে পরিবার থেকে। আধুনিক কৃষক ইসা আধুনিক পদ্ধতিতে মরিচ চারা রোপন করার পর থেকে যখন ৪৫ দিনের মাথায় ফসল সংগ্রহ করেন, তখন তার পরিবার তার পাশে দাড়ায়।
তিনি জানান, গত বছর জমির লিজ সহ ২৫ হাজার টাকা খরচ হয়। মরিচ বিক্রি করেন ১ লাখ ২০ হাজার টাকা। এবছরে তার লক্ষ্য ১ লাখ ৫০ হাজার টাকা। তিনি আরো বলেন, সঠিক আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করতে পারলে কৃষকের কৃষিতে সাফল্য আসবেই। কিন্তু যদি না পারে তাহলে কৃষিতে না আশাই ভালো। তিনি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি কৃষি কাজ বা অন্যান্য কাজ করে সাবলম্বি হওয়া যায়।
এসময় স্থানীয় উপ সহকারী কৃষি কর্মকর্তা নরোত্তম বিশ্বাস বলেন, কৃষি বিভাগ তার পাশে থেকে সকল পরামর্শ দিবেন।