1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে টানা ভারী বৃষ্টিপাতের কারনে জলাবদ্ধতা; বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত এসএসসিতে পটুয়াখালীর ৪ স্কুলের সবাই ফেল; জেলায় গড়ে পাসের হার ৫৫.৭২ শতাংশ গৌরনদীতে মাদরাসা ছাত্র মাহফুজ নিখোঁজ ভোলায় যৌথ অভিযানে দেশীয় আ*গ্নেয়া*স্ত্র, তাজা কা*র্তুজ ও চাইনিজ কু*ড়াল*সহ ৩ জনকে আটক করেছে কোষ্ট গার্ড গৌরনদীতে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত পটুয়াখালীতে লঘুচাপের প্রভাবে উপকূলে অতি ভারী বৃষ্টিপাত; সমুদ্র বন্দরে ০৩ ও নদী বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত টানা বর্ষন ও জোয়ারের পানিতে পটুয়াখালীর অধিকাংশ সড়ক এলাকায় হাঁটু পানি; দুর্ভোগে জনসাধারণ   ৬ দফা দাবীতে পটুয়াখালীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালিত  জেলা বিএনপির নতুন নেতৃত্বের বাউফলে অভিষেক, হাজারো নেতাকর্মীর সংবর্ধনা  বাউফলে ভূমি সেবা সহজিকীকরণে সহায়তা কেন্দ্র চালু

পটুয়াখালীর ইটবাড়িয়া অটিজম স্কুলে ভাষা শহিদদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে অটিজম সাপোর্ট এসোসিয়েশন অব বাংলাদেশ অর্ন্তভূক্ত পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া অটিজম স্কুলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

একুশে ফেব্রুয়ারী বুধবার সকাল ১০.৩০ টায় ইটবাড়িয়া অটজম স্কুল প্রাঙ্গনে স্কুলের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি এর সভাপতিত্বে ও অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার হিসাব রক্ষক পুতুলের পরিচালনায় মহান ভাষা শহিদদের স্মরনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অটিজম স্কুলের প্রধান উপদেষ্ঠা সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সরদার আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ, অভিভাবক মো. হাবিবুর রহমান, অভিভাবক মোসাঃ খালেদা বেগম। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক আয়শা আক্তার, নিপা আক্তার, সাজেদা, মনিরা, জান্নাতুল আরেফিন রুমা ও জুলিয়া আক্তার। সভায় প্রধান অতিথি মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষা আন্দোলন ও রক্তদানের ইতিহাস তুলে ধরে বলেন, একমাত্র বাংলাদেশ মায়ের ভাষা মাতৃভাষা রক্ষার জন্য জীবন দিয়েছে। বিশ্বের আর কোনো দেশ মসতৃভাষার জন্য জীবন দেয় নাই। তাই আমরা গর্বিত জাতি।

তিনি বলেন, ২০১৮ সালে এ অটিজম স্কুলের প্রতিষ্ঠাতা সামসুন্নাহার ২২ শতাংশ জমি দান করে এ গ্রামের অবহেলিত অটিজম শিশুদের মাঝে শিক্ষার আলো পৌছে দেয়ার জন্য এই স্কুল প্রতিষ্ঠা করেন। আজ এ স্কুলে ১৮০ জন অটিজম শিশু শিক্ষা গ্রহন করছে। ১৩ জন শিক্ষক-কর্মচারী কাজ করছেন। এ প্রতিষ্ঠানটি অটিজম শিশুদের জীবনমান উন্নয়নসহ অভিভাবকদের মাঝে আশার আলো সৃষ্টি করছে। তিনি এই অটিজম স্কুলের অবকাঠামোর উন্নয়ন ও এলাকার অবহেলিত অটিজম শিশুদের শিক্ষায় শিক্ষিত এবং হতদরিদ্র প্রতিবন্ধী পরিবারদেরকে পুর্নবাসনের জন্য সরকারের কাছে জোড় দাবী করেন।

এর আগে পৌরসভার নবনির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট