জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে মাদক ব্যবসায়ী চানমিয়াকে ৫ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন পটুয়াখালী জেলা স্পেশাল দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ ইকবাল হোসেন।
আজ বৃহষ্পতিবার ( ১৫ মে) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯(খ) ধারায় আসামি চানমিয়াকে দোষী সাব্যস্থ করে পটুয়াখালী জেলা স্পেশাল দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ ইকবাল হোসেন উক্ত রায় দেন।
৫ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি চানমিয়া একজন মাদক ব্যাবসায়ী। গত ইং ১৪.৭.১৭ তারিখ আসামির বশত ঘর থেকে ৯৪ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করে এবং র্যাব- ৮ পটুয়াখালী ক্যাম্পের ডিএডি মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পটুয়াখালী জেলা স্পেশাল পিপি এডভোকেট মোঃ রুহুল আমিন রেজা। আসামী পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না বলে জানান সরকার পক্ষের স্পেশাল পিপি এ্যাডভোকেট মোঃ রুহুল আমিন রেজা।
আসামী চানমিয়া জেলার দুমকী উপজেলার কার্ত্তিকপাশা গ্রামের আমির হোসেন শরীফের পুত্র।