• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

পটুয়াখালীতে ৭ দফা দাবীতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যান সমিতির শান্তিপূর্ণ সমাবেশ ও মানববন্ধন

ইশরাত লিটন, পটুয়াখালীঃ / ৫১১ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

ইশরাত লিটন, পটুয়াখালী: পটুয়াখালীতে ৭ দফা দাবীতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যান সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ এপ্রিল বুধবার সকাল ১১ টায় পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ পরিচালক এর কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন হয়।

জেলা প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যান সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে মাহাবুব আলম মাসুমের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কামাল হোসেন, সহ সভাপতি, সগির হোসেন সদস্য বামনা। এ সময় জেলায় কর্মরত প্রায় অর্ধশত এ আই টেকনিশিয়ান উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাত্র ২ হাজার টাকা মাসিক ভাতার বিনিময়ে প্রত্যন্ত গ্রামগঞ্জে মাঠ পর্যায়ে বাস্তবতা ও চাহিদার কথা বিবেচনা না করে ৬ টির অধিক বেসরকারি কোম্পানিকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দেয়া হয়েছে। যার ফলশ্রুতিতে আমাদের চরম অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। যে ২ হাজার টাকা ভাতা দেওয়া হতো তাও আজ প্রায় ৯ মাস বন্ধ রয়েছে। এমতাবস্থায় ৭ দফা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হয়।

দাবীগুলো হচ্ছে এআইটি কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ইতিপূর্বে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল (সম্মানজনক ভাতা/দৈনিক হাজিরা) তার দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত করতে হবে। একই ইউনিয়নে একাধিক এআইটি নিয়োগ প্রক্রিয়া (নিজ খরচ, যথাযথ প্রক্রিয়া বিহীন প্রশিক্ষণ) বাতিল করতে হবে। এতগুলো বেসরকারী কোম্পানীকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা বহাল রাখা অযৌক্তিক। টার্গেট পূরনের বাধ্যবাধকতা শিথিল করতে দাবী জানাচ্ছি।

এআইটিদের চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারী সিমেনের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে। সেক্ষেত্রে উপজেলা প্রাণীসম্পদ অফিস, জেলা প্রাণীসম্পদ অফিস ও জেলা ডিডি (এআই) অফিসকে যথোপযুক্ত ভূমিকা গ্রহণ করতে হবে। বেসরকারী এআই কর্মীদের উপজেলা প্রাণীসম্পদ অফিসে মাসিক রিপোর্ট প্রদান নিশ্চিত করতে অফিস আদেশ জারী করতে হবে। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষন অনুযায়ী যোগ্য এআইটিদের এফএ (এআই) পদে নিয়োগ প্রদান ত্বরান্বিত করতে হবে।

জেলা কমিটির সভাপতি আবুল কালাম আগামী ১৬ এপ্রিল ৭ দফা দাবীতে ঢাকায় কর্মবিরতি ও মহাসমাবেশে অংশ নেয়ার জন্য সকলকে আহবান জানিয়েছন।


আরও খবর পড়ুন: