জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৪ লক্ষ ৪০ হাজার পিস অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ।
আজ ২৬ এপ্রিল শনিবার ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক পটুয়াখালী ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ডলফিন পরিবহনের একটি বাসে তল্লাশি করে ৪ লক্ষ ৪০ হাজার পিস অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়।
জব্দকৃত রেণু পটুয়াখালী সদর মেরিন ফিশারি কর্মকর্তার উপস্থিতিতে লাউকাঠি নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত বাস ও চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাসহ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে কোস্টগার্ড পটুয়াখালীর কর্তৃপক্ষ জানান।