জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী সদরের পুরাতন টিউবঅয়েল অফিস সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের আনুমানিক ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
রবিবার (১১ মে) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (১০ মে) রাত সাড়ে ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদরের পুরাতন টিউবঅয়েল অফিস সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন (আনুমানিক ২ হাজার কেজি) উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরে জব্দকৃত পলিথিন ধ্বংসের জন্য পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।