জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২২,২৫৭ জন পরীক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৮ ডিসেম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জেলায় ২৮৯ জন সহকারী শিক্ষক শূন্য পদের জন্য ২২,২৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে। এ হিসেবে ১ টি শূন্য সহকারী শিক্ষকের বিপরীতে ৪৫৬.৮ জন পরীক্ষার্থী প্রতিযোগীতা লড়বেন। জেলার ৩২ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতি কেন্দ্রে ১ জন করে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদীদ এর নেতৃত্বে একাধিক ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্র সমূহ পরিদর্শন করবেন বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান জানান। পরীক্ষা সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত চলবে।