জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০ এর ২৯ (১) নং ধারায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার (ডা.) পদবী ব্যবহার না করার নির্দেশ জারির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছে পটুয়াখালী হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী ও হোমিওপ্যাথিক চিকিৎসকরা।
শনিবার (৩০ আগস্ট) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে পটুয়াখালী হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী ও হোমিওপ্যাথিক চিকিৎসকদের আয়োজনে মানববন্ধনকালে বক্তব্য রাখেন হোমিওপ্যাথিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফিরোজ আহমেদ, প্রভাষক নুরুজ্জামান, মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌসী কাজল, মেডিকেল অফিসার ফাতেমা আক্তার রুমা, প্রভাষক অনিতা রানী দাস ও নিজাম উদ্দিন প্রমুখ।
বক্তারা স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যান বিভাগ (চিকিৎসা শিক্ষা অধিশাখা) কর্তৃক ১০.০৮.২৫ ইং তারিখ বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন -২০১০ এর ২৯(১) নং ধারায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার (ডা.) পদবী ব্যবহার না করার নির্দেশ জারির প্রতিবাদ করে তা প্রত্যাহার করে মহান জাতীয় সংসদ কর্তৃক পাসকৃত বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ এর ধারা ১(১৩) অনুযায়ী নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকগনের নামের পূর্বে ডাক্তার (ডা.) পদবী ব্যবহার বহাল রাখার নির্দেশ জারি করার জোর দাবী করেন। এ দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করার হুশিয়ারী করেন বক্তারা।