1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন ও হাদীস বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলসহ বিভিন্ন দাবীতে ৩ মে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার নেতা- কর্মীরা।

শুক্রবার ( ২ মে) বাদ জুমা পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলার শাখার সভাপতি আলহাজ্ব  মাওঃ মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি অধ্যক্ষ কামরুল আহসান, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবু সাঈদ, তথ্য ও গবেষনা সম্পাদক হাফেজ মাওঃ আব্দুল কাদের, অর্থ বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ আবু বকর, প্রচার সম্পাদক মাওঃ মোঃ জাহিদুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ নামের একটি কমিটি ৩১৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছে, যা দেশের ৯২% মুসলমানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। প্রতিবেদনটিতে এমন কিছু সুপারিশ করা হয়েছে যা সরাসরি কুরআন-সুন্নাহর পরিপন্থী। যা ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক ও দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য হুমকিস্বরূপ।

সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, কমিশনের প্রতিবেদনে “সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার”, “বহু বিবাহ প্রথা বিলুপ্তি”, “যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি”, “শরীর আমার, সিদ্ধান্ত আমার” শ্লোগানকে গ্রহণযোগ্যতা প্রদান, “ধর্ম নারী উন্নয়নের পথে প্রধান বাধা”— এমন মতবাদ উপস্থাপন করা হয়েছে যা ইসলামী শরিয়তের মৌলিক বিধানের বিরোধিতা করে।

তারা বলেন, ইসলাম নারীকে সম্মান দিয়েছে, অধিকার দিয়েছে; তবে ধর্মীয় বিধানের বাইরে গিয়ে সমতা প্রতিষ্ঠা নয়, বরং ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানিয়ে সংস্কার হওয়া উচিত। তারা নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলসহ নারী সংস্কার কমিশন কমিটি বাতিল করারও দাবী করেন। বক্তারা, ৩ মে শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ সফল করার  জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট