অপূর্ব সরকার, পটুয়াখালীঃ পটুয়াখালীতে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা কোন ধ্বংসযজ্ঞের সাথে জড়িত নয় দাবি করে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালী প্রেসক্লাবে।
বুধবার (৭ই আগস্ট) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, ফাহাদ হোসেন, রুশদাসহ আরো অনেকে। তারা সাংবাদিকদের বলেন, “পটুয়াখালীর যেসব স্থানে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে তার সাথে শিক্ষার্থীরা কোন ভাবেই জড়িত নয়। বরং গতকাল ও আজকে দিনভর আমরা সবাই শহরের যেসব স্থানে ভাংচুরের টুকরো ছিল সেগুলো পরিস্কার করেছি। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”