অপূর্ব সরকার, পটুয়াখালীঃ পটুয়াখালী জেলার সর্বসাধারণের অবগতির জন্য সদস্য সচিব জেলা বিএনপি স্নেহাংশু সরকার কুট্টি পটুয়াখালী প্রেসক্লাবে উপস্থিত থেকে জানিয়েছেন পটুয়াখালীতে হামলা ও ভাংচুরের সাথে জাতীয়বাদী দল বিএনপি জড়িত নয়।
বুধবার (৭’ই আগষ্ট) সন্ধ্যায় প্টুয়াখালী প্রেসক্লাবে উপস্থিত হয়ে সকলের অবগতির জন্যে জানান, গত ৫’ই আগষ্ট ছাত্র জনতার বিজয়ের মধ্য দিয়ে হাসিনা সরকার পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গিয়েছে। এই ছাত্র জনতার বিজয়ের উল্লাসের নামে কতিপয় দুষ্কৃতিকারী পটুয়াখালীর বিভিন্ন জায়গায় ঘর-বাড়ী ভাংচুর, দোকানপাট মার্কেট দখল ও চাঁদাবাজীর মত ঘৃনিত অপরাধ সংগঠিত করেছে। এই সকল ঘৃনিত অপরাধ কার্যক্রমের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটুয়াখালী জেলার কোন অংগ সংগঠন জড়িত নহে। যাহারা এই সকল ঘৃনিত অপরাধের সাথে জড়িত তাহারা আমাদের দলের কেহ নয়। যদি কেহ জড়িত থাকে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরো একটি বিশেষ আহব্বান জানান, শান্তিপ্রিয় বিভিন্ন সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায় তাদের জানমাল ও মন্দির সহ উপসনালয় গুলো নিজ নিজ এলাকার বিএনপি ও তার অংগ সংগঠনের নেতা কর্মীরা সুরক্ষিত রাখবে বলে জানান তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সদর থানার সভাপতি কাজী মাহবুব, অ্যাড. মজিবর রহমান টোটন, যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটন, আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান।